পোস্টস

কবিতা

তারাবীহ

১৬ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

মেহমান হয়ে এসেছ ভবে,
স্রষ্টার অপরুপ সৃষ্টি,
ধন্য সবে, জীবনে পেয়ে,
মহামহিমার অতুল কৃষ্টি।

রহমত, নাজাত, মাগফিরাতের,
স্বাক্ষী স্বয়ং খোদার,
ভুল ত্রুটি সব মার্জনা চেয়ে,
চাইযে প্রভুর দীদার।

নব্বই মিনিট কিংবা বেশি,
একটি মাত্র বেলা,
কীযে মধুর ভাব- বিনিময়,
জমে কথার মেলা।

তারাবীহ তুমি স্বাক্ষী থেকো,
কত দূর্বল, ব্যস্ত নাকাল,
তবু হাজির হয়েছি সবে,
দেয়নি ছেড়ে আশার হাল।

জীবন জুড়ে ভাবের মেলা,
জমতো যদি এমন করে,
রহম, করম, শান্তি সদা,
নামতো ধরায় স্বর্গ হতে।

আমার রবের ঐশী বাণী,
মধুর সুরে পড়ি, শুনি,
রাতের আঁধার চিড়ে নামে,
ধরাতলে হেরার জ্যোতি।

কী মধুময় বয়লো বেলা,
কেউ নিয়েছে, করলো হেলা,
কেউবা নেবার সাধ রেখেছে,
সাধ্যে নাগাল পায়নি শেষে।

আফছুছ! হতাশ মনে গুমড়ে কাঁদে,
আবার ফিরে আসবে কবে,
সাধ ও সাধ্য দু'য়ে মিলে,
শান্তিধারার বিলে ঝিলে।

ধুঁয়ে মুছে পাপ ও তাপ,
সকল কষ্ট গ্লানি,
প্রভুর প্রিয় বান্দা হয়ে,
দীদার লভে টানি।

০৯/০৬/২০১৮ ঈসায়ী সাল।