পোস্টস

কবিতা

সেহেরী

১৬ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

ঢুলু ঢুলু আঁখি, মেলিতে না পারি,
ডাকে প্রিয় জন সবে লও সেহেরি। 
কোরাস কন্ঠে সংগীত গেয়ে পারার নওজোয়ান,
সেহেরি খেতে ডাকে বাঁকে বাঁকে নীরবতা খানখান।

ডাকিয়া চলে স্ব উৎসাহে আদরের ভাই বোন,
কখনো মা, কখনো বাবা, ডাকে নিরলস, নির্ঘুম।
ঘুমের কারণে যদি না পারে খেতে সেহেরী, 
তাই চলে সুবহে সাদিক ভরিয়া ডাকাডাকি।

মসজিদের ঐ চিরচেনা মিনার হতে,
ভাসে সতর্ক বাণী,
জাগেনি যারা, জাগাতে তাঁদের,
চলে হামদ, নাত, সুর ধ্বনি।

আর কতো বেলা রয়লো হাতে,
বাকী আছে কোন জন!
তাড়াতাড়ি লও সেহেরী সবে,
সময় অমূল্য ধন।

দিনভর রবে উপবাস সবে,
আল্লাহর হুকুম জানি,
সেহেরী না খেয়ে, মহান হুকুমে,
আসে যদি গাফলতি।

আরজি মোদের, দরবারে খোদার,
কবুল করো, সেহেরী সবার।
রোযা, তারাবীহ, তাসবীহ তাহলীল,
রেজামন্দি চায় আল্লাহর।

০৯/০৬/২০১৮ ঈসায়ী সাল।