ঈদের খুশি ভাগ করি ভাই,
সবাই মিলে-মিশে,
ঘরে-বাইরে, দেশ-প্রবাসে,
সবাই যেথায় আছে।
সবার খুশি, মোদের খুশি,
জীবন যাপনে,
আপন পর, সবার খুশি,
বাজে মনে প্রাণে।
চলোনা ভাই সবাই মিলে,
দোয়া করি, দু'হাত তুলে,
ঈদের খুশি সবার করে,
থাকুক জীবন জুড়ে।
ছোট বড়, আপন পর,
শত্রু-মিত্ররে,
"ঈদ মোবারক" সবার তরে,
ঈদ-উল-ফিতরে।
জানিনাক কোন সীমা,
কোন পরিসীমা,
বিশ্ববাসীর হাসি কান্না,
মোদের কান্না হাসা।
এক নিমিষেই, যাবে মুছে,
সকল জুলুম-জালিম,
শান্তি ধ্বজা দিক-দিগন্তে,
হবে উড্ডীন।
প্রিয় যেনো হতে পারি,
আল্লাহ তাআ'লার কাছে,
নবীর (সাঃ) প্রিয় অনুসারী,
সকল কথা-কাজে।
১৩/০৫/২০২১ ঈসায়ী সাল।
মীরবাগ, মগবাজার,
ঢাকা।