টুটাফাঁটা ঈমান আমল,
অপূর্ণ সিয়াম সব,
ভুল ত্রুটিতে ভরা যতো,
তিলাওয়াতের সময়।
কেমন করে আশা করি,
ক্ষমা পুরষ্কার,
ইয়াওমুল যাজা নামে,
ঐশী ঘোষণার।
রাস্তার মোড়ে মোড়ে,
ফেরেশতারা মুছাফাহ করে,
তাড়াতাড়ি ইদগাহে যাও,
দেরি হয়না পরে।
কাঁদতে কাঁদতে ভূলুণ্ঠিত,
প্রকাশ্য শত্রু শয়তান,
এই বুঝি সব ক্ষমা পেলো,
খোদার মেহমান।
ভুল করেছি, মাফ করে দাও,
আল্লাহ মেহেরবান।
দয়াল প্রভুর মহান ঘোষক,
বলে ক্ষমার ফরমান।
দাও মনোবল নতুন করে,
নেকের কাজে নামি,
বেশী বেশী পূণ্য করে,
জীবন করি দামী।
রোজাদারের বিনিময়,
দিবে নিজের হাতে,
ক্ষমার ইনাম পেয়ে ফিরে,
খুশি মনে ঘরে।
মা বাবাকে ক্ষমা করে,
দাওগো পভু চিরতরে,
জাহান্নাম করো হারাম,
আজাব বাদে আরাম।
জান্নাতি করে কবুল,
কর দয়াল প্রভু,
জমা যতো পাপ ও তাপ,
মাফ করে দাও বিভু।
রাইয়ান নামে দরজা দিয়ে,
করবে প্রবেশ রোজাদার।
জান্নাতি শরবত পানে,
কেটে যাবে চল্লিশ সাল।
ডাকবে প্রভু, সোহাগ ভরে,
আরকী কিছু বাকী আছে?
বলবে সবে সব পেয়েছি,
মনে প্রাণে ভরা খুশি।
মহান প্রভু বলবে ডেকে,
রোজার আসল ইনামখানি,
রয়লো বাকী, দেখবে নাকি,
প্রভুর দীদার পর্দা ছাড়ি।
ভালোবাসার দৃষ্টি পলক,
নামবে না তা নামেনা।
ডাকবে প্রভু, বান্দা আমার!
বলবে বান্দা দেখি আবার।
আমার প্রভু, খালিক মালিক,
এতো সুন্দর, বারেক দেখি,
চল্লিশ বছর যায়বে কেটে,
বলতে কেহ পারবেনাযে।
১৬/০৬/২০১৮ ঈসায়ী সাল।