পোস্টস

কবিতা

ফিরতেই হবে (প্রিমিয়াম)

১৬ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

আজো মঘে ডাকে গুরুগম্ভীর স্বর,ে
বৃষ্টরিা নামে বাতাসে ভর কর।ে
কী র্বাতা পড়য়িে শোনায়, র্মমকথা,
অঝোর ধারায় আকাশ কঁেদে সারা।

সে চোখ খোঁজ,ে কপালরে ভাঁজ,ে
বরিক্তরি কালমিা মুছ,ে স্বস্তি ফরি,ে
নর্বিাক কভু অকারণ সবাক ঝলক,
বজিয়ীর বশেে ছোঁয়া মাইল ফলক।

শান্ততিে রাখো, শান্ততিইে থাকো সব,ে
আজীবন কামনা সবার অবরিত রব।ে
ফরিে যাবো, ফরিতইে হব,ে কোন একদনি,
পাথয়ে জোগাড় কতটুকু হলো! হসিবে কষি রাত-দনি।

১৭/০৯/২০১৮
হাতরিঝলি
ঢাকা।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।