পোস্টস

কবিতা

স্রষ্টার অবদান

১৬ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

সরবে নীরবে,করজোড়ে, 
ভালোবাসি তোমারে,
পরম পুলকে, শ্রদ্ধাভরে,
ভাবি নীরালায়, ভীষণ করে,
বসবাস হৃদয়ের সরোবরে ।

স্রষ্টা!
সৃষ্টির উপাস্য।
ধ্যান, জ্ঞান, জীবন, গরিমা,
স্রষ্টার অবদান;
কেউ গায়, কেউ গায়না,
স্রষ্টা মহীয়ান।  

কেউ মানে  কেউ মানেনা,
হৃদয় গহীনে, অতুল দহনে,
খাঁটি হয় ক'জনা!
কেউ জানে, কেউ জানেনা,
পথের দোয়ার বন্ধ কীনা,
কেউ খুঁজেনি কেউ খুঁজেনা।

কেউ জানে, কেউ মানেনা,
আলোর ধারা হাতের পরে,
বাঁচে মরে অন্ধকারে।
কেউ মানে, কেউ জানেনা,
চিরাচরিত হৃদ মাঝারি,
সব সাড়াতে লুটিয়ে পড়ি।

কেউবা নীরব, 
জানা অজানায়,
অজ্ঞতা, অহংকারে 
পথ হারায়।

১৭/০৯/২০১৮ ঈসায়ী সাল।
মহাখালি।
ঢাকা।