পোস্টস

কবিতা

প্রতিনিধি আল্লাহর

১৬ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

বড়ই আফছোছ!
এ কী হলো শের, শার্দূল,
হুল ফোটালো ভীমরুল!
অবিশ্বাসীরা ছলাকলা করে,
মশা, চামচিকে, বিশ্ব জুড়ে,
কেমনে শোষণ করে!
তুমি আছো দুঃখে,
সুখ খোঁজ পরসুখে,
এই যে পরম পাওয়া।
সুখ সাগরে হাবুডুবু খায়,
স্বপ্ন বিভোর, রাত দিন যায়,
তোমারি আপন ভ্রাতা।
হতে পারো আরব, অনারব,
ভিন্ন কোন জাতি,
এতো আসল পরিচয় নয়।
তুমি প্রতিনিধি আল্লাহর,
তোমার উপরে সবার,
আছে সব অধিকার।
যেভাবেই থাকো, 
যেখানেই থাকো, 
পবিত্রতা বজায় রেখো।
পবিত্র আধারে,
পাক সব রবে,
হবে তুমি শক্তিমান। 
জ্বলে ওঠো,
জাগ্রত করো,
সুপ্ত, ঘুমন্ত প্রাণ।
জাগ্রত, আধো জাগ্রত,
অলস, অচল যতো, 
গতিতে  সচল করো।
দাও ফিরে সে আবু বকর,
ওমর, ওসমান, আলী হায়দর (রাঃ),
দ্বীনের রাহবর!
ঈমানে, আমলে পরিপূর্ণ,
পূণ্যে পূর্ণ হৃদয় কর্ণ,
পুতঃ দেহ মন। 
হৃদয়ে হৃদয়ে, 
জাতিতে জাতিতে,
জ্বালাও ঐশিবাতি।
প্রতীক্ষার প্রহর আর কত,
শেষ হবে ঘোর,
অমানিশার রাতি!
হাতিরঝিল-খিলক্ষেত,
১১/১০/২০১৮ ঈসায়ী সাল,
০৯:১১ মিনিট।