লেনদেন সব হবে,
"নগদ" এ বুঝে পাবে।
শহর, নগর, বন্দরে,
সব রবে "নগদ" এ।
রিয়াল, টাকা, ডলার,
রিঙ্গিত, পাউন্ড, রুপি আর,
সব হবে, সব পাবে,
ঝামেলারা পালাবে।
গ্রাম থেকে শহরে,
শহর থেকে গ্রামে।
অলি গলি পাড়াতে,
রাস্তার বাঁকে বাঁকে।
সুখ দুঃখ প্রয়োজনে,
যতো সব আয়োজনে,
সায় দেয় জনে জনে,
নগদ দেখি সবার সনে।
লিমিট পায় বেশি বেশি,
বধু, কনে, সবে খুশি।
কেনা কাটা, খায়-দায়,
মনে সুখ খুঁজে পায়।
নগদে নগদ এলো,
সব নগদে বলো,
ক্যাশ ইন, ক্যাশ নিন,
ইনপুট নিজ পিন।
ডি.এফ.এস, এম.এফ.এস,
ফিন্যান্সিয়াল খুব বেশ,
ডিজিটাল লেনদেন,
স্মার্টলী ফোনে নেন।
১৪/১০/২০১৮ ঈসায়ী সাল।
বনশ্রী, হাতিরঝিল,
ঢাকা।
134
View