পোস্টস

কবিতা

সবুজে শান্তি

১৬ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

সতেজ মসৃন সবুজ পাতার ডগায় শিশিরকনা,
সাদা হীরের নিরেট টুকরো বলে যায়রে চেনা।
কাকচক্ষুর মত স্বচ্ছ দৃষ্টি নিক্ষেপিত বারবার,
ক্লান্তি নাশে শ্রান্তি প্রাণে, শান্তি নামে অপার।
এতটুকু সবুজ, কচি কিশলয়, 
মেলেছে আঁখি সবে,
কে জানিত, কখন শান্তি, 
মিলবে বুঝি এইভাবে।
কত পথ চলা, জীবন জুড়ে, 
সময়ের বাঁকে বাঁকে,
কত সুখ খুঁজি, কতোবার যুঝি,
ব্যস্ততার ফাঁকে।
প্রশংসা সব, সুমহান আল্লাহর,
জানায় বিনয়ে,
এক পলকের শান্তি দানে, 
কচি কিশলয় জাগে।
জনে জনে সবে, শান্তি পাবে, 
মুগ্ধ সবুজ রুপে,
সবুজে সবুজে ভরে তুলি চলো, 
শান্তির প্রয়োজনে।
২৬/১০/২০১৮ ঈসায়ী সাল।
মীরবাগ, 
ঢাকা।