পোস্টস

কবিতা

বিশ্বাসের মেরামত

১৬ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

অনেক মরীচিকা স্তরে স্তরে জমেছে,
পাপের ধুলোবালি, আস্তানা গেড়েছে,
রাশি রাশি পাপ সবে ঐক্য গড়েছে,
কী করে, কোথা যায়, বলে কার কাছে?

নাই নাই শ্রদ্ধা, স্নেহ নাই কোন পাশে,
মানুষ নামে অমানুষ দেখে চারিপাশে।
জানেনা তো চিনেনা, কী তার পরিচয়,
জীবনের প্রীতি সব, সহসা ইতি হয়।

লোভ, মোহ, হিংসা আর প্রতিহিংসা,
পাপ-তাপ, পরিতাপ, হিংস্র জিঘাংসা।
তবু তার ভালো থাকা, জোটেনা কপালে,
বেঁচে রয়, মারা যায়, কে জানে কোন হালে।

চলো ভাই সজোরে মেরামত করি আয়,
বিশ্বাসে বিশ্বাস হাসি মুখে রেখে যায়।
চকচকে, জ্বলজ্বলে, স্বচ্ছ বিশ্বাসে,
তরতাজা, অবিচল বিশ্বাস নিঃশ্বাসে।

১৪/১১/২০১৮ ঈসায়ী সাল।
বনানী, ঢাকা।