লাখো কোটি দরুদ-সালাম,
হে প্রিয় রাসূল (সাঃ) আমার।
মদীনার বুকে আজো তুমি,
আছো জাগ্রত, উম্মতের প্রাণ।
ওগো মোর পেয়ারা নবী,
তোমায় নিয়ে ব্যস্ত সবি,
মহান প্রভুর হাবীব তুমি,
অশ্রু ঝরে, আঁখি চুমি।
আঁধার কালো, পালায় রাতি,
জ্বাললে তুমি হেরার বাতি।
দলে দলে আসলো ধেয়ে,
অপার তৃষা সঙ্গে নিয়ে।
শান্তি ধারা নামলো সবি,
আলোর ধারা আসলে রবি।
জনে জনে আসলো পথে,
হারানো পথিক, পথ-বিপথে।
জুলুম জালিম রাজ্য জুড়ে,
হত্যা, লুঠে, জ্যান্ত পুঁতে,
অন্ধকার যুগ, ইতিহাসে,
টানলে ইতি পরিশেষে।
বিশ্ব জুড়ে শান্তি শাসন,
ধুলার তখতে, রাজার আসন,
মানুষ প্রাণী মিলে সবে,
সৃষ্টি হলো স্বর্গ ভবে।
০৮/১২/২০১৮ ঈসায়ী সাল।
১/এফ/৫, মীরবাগ,
মগবাজার, রমনা,
ঢাকা।