পোস্টস

কবিতা

দাও সবারে

১৬ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

জন্ম হতে মৃত্যু,
সৃষ্টি হতে ধ্বংস,
শুরু হতে শেষ,
জীবনের অবশেষ।

পূর্ণ হবেনা কিছু,
তাওবা না করো,
পলে পলে খোদার,
সামনে দাঁড়াবার।

কী লাভ হবে,
জাহান্নাম লভে,
নামাজ কালাম সবে,
মিছে মাটি রবে।

ভরসা শুধু করুণা,
নেক কাজ অনুকণা,
এসবে জান্নাত চাইনা,
দীদার ছাড়া মানিনা।

আবদার আল্লাহর দরবারে,
শক্তি যজবা দাও সবারে,
দাওনা অতুল ঈমানের জোর,
আলোর ভোর, জীবনের দোর।

০৯/১২/২০১৮ ঈসায়ী সাল।
মহাখালী,
ঢাকা।