পোস্টস

কবিতা

তুমি কী জানো!

১৬ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

তুমি কী জানো!
গতিতে সচল,
বেপরোয়া, বিকল,
ধ্বংস শিকল,
তোমার হাতে,
স্বেচ্ছায় পড়ে,
নিজেই বন্দী।
বার বার জিতে,
হার মানাতে,
আজ অপারগ,
নিছক লোভে,
শত্রুর সাথে সন্ধি।
এ কী পরিণাম!
তেজোদৃপ্ত লৌহমানব,
জীর্ণ -শীর্ণ, হীন দূর্বল,
সিংহ শার্দূল,
কংকালসার।
ফের জাগো,
জাগিয়ে তুলো,
হুংকার মারো,
বিস্ফুরণ উন্মুখ,  
অগ্নি- জ্বালামুখ। 
ক্ষণে ক্ষণে উদগীরনে,
গলিত লাভার স্রোত,
ধূলিঝড় তুলে, 
তালে বেতালে, 
দেখিয়ে শেখানো হোক। 
০৯/১২/২০১৮ ঈসায়ী সাল।
১/এফ/৫, মীরবাগ,
মগবাজার, রমনা,
ঢাকা।