পোস্টস

কবিতা

সুখের দিঠি

১৬ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

নীলাকাশে শুভ্র মেঘ,
স্নিগ্ধ আলোয় বিশ্ব বেশ,
সুখের তরী, চাতক খোঁজে,
চাতকী দূরে মান অভিমানে।
ঝরা পাতার পতন দেখে,
কচি পাতা রয় কী থেমে,
সবুজ কীবা হলদে হয়ে,
শুষ্ক, সবুজ পাতা ঝরে।
ভালোবাসার গান কবে কা'র,
প্রেমের সুরে, মাতাল অপার,
হৃদয় তারে নৃত্য করে,
সুর ও ছন্দ, শব্দ ঘিরে।
বিরহের সব বর্ণমালা,
করুণ রাগে বাজে। 
নির্বাক যন্ত্র তালে বেতালে,
আর্তনাদে কাঁদে।
প্রতারনার অগ্নিশিখা,
জ্বালায় দিবানিশি,
স্বার্থপরের সুখের মাঝে,
সুখের দিঠি খুঁজি।

২৫/১২/২০১৮ ঈসায়ী সাল।
০১:৫০ মিনিট।
১/এফ/৫, মীরবাগ,
ঢাকা।