পোস্টস

কবিতা

শ্রমিক

১৬ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

আঁধার কাটেনি এখনো,
ক্লান্তিরা ছাড়েনি পিছু।
সুদ, ঘুষ, চুরি, ডাকাতি,
ভিক্ষা নয় রাহাজানি।
শ্রম আর সময় দুই বেঁচে,
অপমান, লাঞ্ছনা পেয়ে,
তবু থামেনা হালালের সন্ধানে,
দু'মুঠো আহারের প্রয়োজনে। 
পথের ধারে কিংবা 'পরে,
দাঁড়িয়ে বসে জটলা করে,
এদিক ওদিক তাকায় শত,
কাজের খুঁজে অবিরত।
তোমরা কেহ যাও পালিয়ে,
জটলা দেখে প্রাণটি নিয়ে।
কেটে পড়ো বিপদ দেখে,
পথ চলে যাও, জোর কদমে।
সব জটলা বিপদ নহে,
প্রিয় জনে পাবে খুঁজে,
নয়তো কভু মানুষ হয়ে,
করলে সেবা ব্রত লয়ে।

০৩/০১/২০১৯ ঈসায়ী সাল।
মহাখালী, ঢাকা।