ইচ্ছা, সংকল্প,
শখ আর লক্ষ্য,
ভেবেছো কভু তার
কী পার্থক্য,
ভালোলাগা, ভালোবাসা,
জানতো এক নয়,
তবু তো কতো জীবন,
এলোমেলো, শেষ হয়।
ভালোলাগা ভিত হয়,
সব ভালবাসার,
ভালোলাগা ভালোবাসা,
দুজনে দুজনার।
ভালোলাগা চায় সদা,
শেষ পরিণতি,
প্রতারণা, স্বার্থ,
না থাকে যদি।
ভালোলাগে তাকে যার,
সবকিছু ভালো,
ভালোবাসি তারেই তো,
আঁধারের আলো।
ভালোলাগা, ভালোবাসা,
হৃদয়ের গভীরে,
প্রোথিত করে রাখো,
অজানা গহীনে।
সেই পাবে দূর্লভ,
স্বার্থক লভিতে,
সব সুখ তোমাতে,
জীবনের আদতে।
হারানোর ভয় নেই,
হারাবেনা কিছুতে,
সাধনার বিনিময়ে,
পাবে তা' হাতেনাতে।
ভুল কভু হবেনা,
জেনে রাখো ভুলে ও,
কারো তরে বিরহে,
হারাবেনা কোন কিছু।
০৯/০১/২০১৯ ঈসায়ী সাল।
তিব্বত, ঢাকা।