পোস্টস

কবিতা

হাসাহাসি

১৬ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

দিবানিশি হাসাহাসি,
চলে কভু দেখাদেখি, 
কেউ হাসে খুশিতে,
হাসে কেউ বিদ্রূপে।
ঠাট্টা-বিদ্রূপ কভু তা' 
ভালো নয়,
হেসে খেলে এই কাজে,
ব্যস্ত কেউ রয়।
কোন হাসি, উৎসাহ,
আরো আনে প্রেরণা,
সহজ হতে সহজতর
বন্ধুর পথ চলা।
এক চিলতে হাসি, 
আনে দিবানিশি,
স্বর্গীয় সুখকর,
স্বপ্নিল বাঁশি। 
কোন হাসি আশীর্বাদ,
কোনটা তিরস্কার, 
কোন হাসি লজ্জার,
কেউ ভাবে অহংকার।
হাসে কেউ নিজেনিজে,
নিজেকে বড় ভেবে,
কেউ হাসে নীরবে,
ছোট বড় ধরা খেয়ে।
নিজেদের বোকামি,
লজ্জার গোডাউন,
ঢেকে রাখে এমনি,
হাসিতে হয় খুন।
সাবধানে কেউ হাসে,
ধরা পড়ে কীনা পাছে,
মুখ ফিরে কেউ হাসে ,
মুখ টিপে হাসে।

২২/০২/২০১৯ ঈসায়ী সাল।
১/এফ/৫,
মীরবাগ, ঢাকা।