পোস্টস

কবিতা

মজলুমের আশ্বাস! 

১৬ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

তালেবান, আই. এস, জঙ্গীবাদ,
জিহাদি গোষ্ঠী, বারংবার,
জিহাদ বলে, মুখটি ঢেকে,
মারছে মানুষ বেশুমার। 
মুজাহিদ ওরা নয়,
বিধর্মীদের দালাল,
ইয়াহুদীর চক্রজাল,
শয়তানী আজকাল।
সত্যিকারের মুজাহিদ,
গর্জে কন্ঠে তাওহীদ।
তর্জে তর্কে দিক্বিদিক,
পালাবে সব মুনাফিক।
অত্যাচারীর ত্রাস, 
মজলুমের আশ্বাস,
জালিমের গর্দান,
নিমিষেই লুটে প্রাণ। 
বার বার করে,
মঞ্চ সাজায়,
জিহাদ জিহাদ,
পাঁতছে ফাঁদ।
আছে কী অনুমতি?
ত্যাগিছে বিশ্বপতি?
আহ্বাণে কাবার ইমাম,
কোন মুসলিম সেনানী!
জালিমের পক্ষপাতী,
আছে যতো অত্যাচারী,
অহর্নিশ মরনযাত্রী,
দেখবে বিশ্ববাসী। 
অত্যাচারীরা দখলদার,
বিশ্ববাসী নির্বাক,
নিরস্ত্র জনতা মরে বারবার,
নেই প্রতিরোধ প্রতিবাদ !!
আর অফুরান, দিবেনা জান,
যাচাই করো, বাঁচাও মান,
শক্তি, সাহস, কৌশলী যান,
হেরার জ্যোতি, পূর্ণ প্রাণ।
বিশ্ব নেতা, মুসলিম ভ্রাতা!
যারা মানবতার ত্রাতা!
জালিমের বিরুদ্ধে কথা,
হুংকারে গর্জে যথা।

২৮/০৪/২০১৯