যুদ্ধ মোরা চায়না কোন,
শান্তি সবে চায়,
অত্যাচারী, স্বার্থপরে,
যুদ্ধ খেলে যায়।
মনে প্রাণে দাবী দাওয়া,
রবো মিলে মিশে,
ধর্ম, কর্ম, করে সবে,
থাকবো ভালোবেসে।
মুনাফিক আর বিশ্বাসঘাতক,
নিঁঠুর খেলা খেলে,
মারামারি, হত্যাযজ্ঞ,
চালায় আঁড়ালে।
তোমার ওপর আমার ওপর,
দোষ চাঁপিয়ে বাঁচে।
ভেঁজা বেড়াল, ছলা কলা
বুঝতে নারে পাছে।
মুসলিম নেতা, রাজা, প্রজা,
মানুষ পৃথিবীর,
হাতে রেখে হাত গড়ি,
শান্তি ধরিত্রীর।
আমি, তুমি, ছোট, বড়,
অহংবোধ ছাড়ি,
বাইয়াত হতে চলি সবে,
ভুলে বাড়াবাড়ি।
যোগ্য যে জন, নেতা হবে,
সকল মানুষের,
হানাহানি, মারামারি,
থামবে সকলের।
মাজলুমাত, অসহায়,
বিশ্বজুড়ে যারা,
এক হয়ে ঐক্য গড়ো,
প্রাচীর শিশেঢালা।
সজাগ থাকো মহান ধর্মে,
মহান জাতির গায়ে,
কলংক হয়না যেনো,
কোন কৌশলে।
১০/০৫/২০১৯ ঈসায়ী সাল।
আই.ই.আর,
ঢাকা বিশ্ববিদ্যালয়।