Posts

কবিতা

দু'হাত তুলে

June 16, 2024

ARIFUL ISLAM BHUIYAN

নামাজ-কালাম পড়ে,
তাসবীহ্ তাহলীল করে,
চাইবো সবি দরুদ পড়ে
মহান দরবারে।

প্রিয় প্রভু, আমার,
বলি গোনাহগার,
মাফ করো পাপ ও তাপ,
ভিখারি দয়ার।

দোয়া করি, দোয়া চাই,
সকল বোন ও ভাই।
মা-বাবা, আত্মীয়- স্বজন,
সবার আপন সবাই।

আমরা সবে, মিলেমিশে,
চাইবো দু'হাত তুলে।
ভুল ও পাপ যা করেছি,
ভুলের মাঝে ভুলে।

১৫/০৫/২০১৯ ঈসায়ী সাল।

Comments

    Please login to post comment. Login