স্বপ্নে আজো স্বপ্নের ব্যবচ্ছেদ,
করে যাও অবিরাম,
টলেনা কী শোনে প্রাণ,
স্বপ্নের আর্তনাদ!
বিশ্বাস ও প্রেমের ফল্গুধারা,
অবিরত বয়তো নদী,
স্বপ্ন পেতো জীবন তাহার,
প্রাণ পিয়াসী হতে যদি।
আকাশ মাঝে খোঁজতে কভু,
চাইনি কভু চাইবোনা,
সুখেই আছো, সুখে থাকো,
বাঁধার দড়ি বাঁধবোনা।
আমায় কেনো স্বপ্ন মাঝে,
হুঁশ-বেহুঁশে ব্যস্ত রও,
লেনাদেনা রয়লে বাকী!
ষোলো আনাই বোঝে লও।
তবু তোমায় রাখতে খুশি,
দেখতে চাহে নয়ন দু'টি,
সুখ সাগরে ভেসে বেড়াও,
সাথে তোমার জুটি।
দূরে থাকো, কাছেই রাখো,
জানতে কভু চাইবোনা।
তোমার গড়া সুখ-ধরাতে,
আপদ কভু রাখবোনা।
জানি তুমি নয়তো দোষী,
আমার ও তা' নয়,
নিয়ন্ত্রনে দেহ তোমার,
মনটা মনের হয়।
প্রাণের সাথে প্রাণের মিলন,
কে ফেরাবে বলো!
দূর বহুদূর, রও যতদূর,
স্বাধীন প্রাণে চলো।
১৮/০৫/২০১৯ ঈসায়ী সাল।
সকাল ১১:৩০
মীরবাগ, ঢাকা।