Posts

কবিতা

ইফতার

June 16, 2024

ARIFUL ISLAM BHUIYAN

92
View

প্রানপণ ছুটে ঊর্ধশ্বাসে, 
বেলা যায় বুঝি শেষে,
কখনো যানে, ত্রস্ত পদে 
চলে বাড়ীর আশে।

ছুটে আর ভাবে, কেনো যে সময়
আরো লম্বা হলোনা,
সবার সাথে ইফতার নেয়া, 
ভাগ্যে কী আর পাবোনা!

কতো দেরি, শ্রান্ত দেহে
সাজানো ইফতারি,
বার বার নেয় দেখে, 
মোবাইল আর দেয়াল ঘড়ি।

আযান ধ্বনি বাজলো বুঝি,
মসজিদেরই মিনার হতে!
ঘরের সবাই, কে কোথায়?
কেউ কী সবে ফেরার পথে?

ঝিলের পাড়ে, দূর্বাঘাসে,
প্রিয়জনের পাশে বসে।
প্যাকেট ভরা খাবার সাথে,
জলের ধারে, সন্ধ্যা পাটে।

কেউবা সারে পথের ধারে, 
কেউবা সবুজ দূর্বাঘাসে,
প্রেমের তরী দেয় ভাসিয়ে,
দূর সুদূরের ভাব- সাগরে।

২১/০৫/২০১৯ ঈসায়ী সাল।

Comments

    Please login to post comment. Login