পোস্টস

কবিতা

তাঁদের তরে

১৬ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

সকাল সাঁঝে, ভাবছো দেখে,
বাসছে ভালো, সীমা রেখে,
কেউ কাহারো স্বার্থে, কাজে,
স্বার্থহীনে সবার মাঝে।
বাসছে ভালো নেই প্রতিদান,
কষ্ট পেলো, নেই অভিমান।
দেখলে বিপদ আগে পরে,
পাশেই পাবে, আপন করে।
যারা তোমায় আগলে রাখে,
ভালবেসে চোখে চোখে,
সারাবেলা মন্দ ভালো,
আপন মনে খবর রাখে।
ভালোবাসে মনে মনে,
সুদূর হতে বহুদূরে,
পর হলেও আপন ভেবে,
ভালোবাসা মনের কোনে।
দেখেছিল কেউ কখনো,
খেলাছলে, কাজে কভু,
ভালোবাসে স্মৃতি ঘেটে,
রাখে হৃদয় তটে।
জীবন পথে, কেউ কোথাও,
অল্প স্বল্প বেলায় তবু,
বাসছে ভালো অনেক বড়,
হৃদয়ে বাজে অহরহ। 
তাঁদের তরে হাজার সালাম,
শত পুষ্পমঞ্জরি,
চাই প্রতিদান রবের কাছে,
শান্তি সুখের খনি।

০৮/০৭/২০১৯ ঈসায়ী সাল।