পোস্টস

কবিতা

বিপ্লবী  (২১)

১৬ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

বিপ্লবী!
হুংকারে তব,
কাঁপে থরথর,
পাতা-পত্তর সম,
পড়েই নিথর।
পথ হারিয়ে ফের,
পালাতে না পেরে,
পথ ভুলে সব,
পায়েই লুটে।
গর্জ নিনাদ,
ঘুচে বিবাদ,
কন্ঠে বাজে,
ত্যাজি স্বর।
নিরাশার জল,
বয় ছল ছল,
ঝর্ণার ওপারে,
স্বপ্ন সকল।
বিপ্লবী!
কন্ঠে তব,
বার বার রব,
তীক্ষ্ণ ধারালো,
তলোয়ার সম।
হবে উচ্চারণ,
গগন বিদারী,
কর্ণ ভেদিয়া,
হিংস্র ব্যাঘ্র, 
আসন ছাড়িয়া,
শোনে গর্জন ।
বিপ্লবী!
মার্চের তালে তালে,
পদপিষ্ট পা'তলে,
শত শত পাপ,
নির্বাক পরিতাপ,
করে হা হুতাশ।
অত্যাচারীর পরিণতি,
নির্মম নিষ্ঠুর,
নির্জীব গতিহীন,
হতাশ চোখে,
স্বপ্নের ইতি।
চিরবিপ্লবী!
নূতন করে ফের,
স্বপ্ন বুনন,
চলে অগণন।
স্বপ্ন-সত্যি,
হেরার জ্যোতি,
পাথেয় মোতি,
সবি হবে আপন।
বিপ্লবী!
ঝড়ের গতিতে,
সময়ের আগে,
সবারে ছেড়ে,
জয়ী হবি।
চির বিপ্লবী। 
পরাভব মেনে,
সবাই নেবে, 
হবেই হবে
তুমিই জয়ী,
চির বিজয়ী।

২৩/১০/২০২৩ ঈসায়ী সাল।