Posts

কবিতা

বিপ্লবী  (২২)

June 16, 2024

ARIFUL ISLAM BHUIYAN

77
View

বিপ্লবী!
ভাবছো কিছু?
কীযে হলো?
নারী, শিশু!
নাইরে কেনো?
শান্তি নিরাপদে।
ঘরে বাইরে,
পথে-ঘাটে,
হাট-বাজারে,
ছুটছে কাজে।
নরক কীটে
ভাবছে বাজে,
সকাল সাঁঝে,
ভদ্র সেজে,
মান লুটে যে!
যান বাহনে,
চলাচলে,
পথের মাঝে,
একলা পেলে,
হচ্ছে কী সব?
সবাই কেনো নীরব?
নেই প্রতিবাদ,
নেই প্রতিরোধ, 
করো আবাদ,
জোর অনুরোধ, 
মুক্তি আনো,
শান্তি দানো,
দিগ্বিজয়ী বীর,
কৌশলী মহাবীর, 
বিশ্ব-বিধাত্রীর,
চির বিপ্লবী। 
বিপ্লবী! 
কোথায় তব,
গাইতি শাবল,
ডান্ডাবেরী,
করতে বিকল,
হরমুজ দরমুজ,
চল্ সহ চল্,
ভাঙ্গবো কোমর,
শির দাঁড়া সব,
গুঁড়িয়ে দেবো,
আবাস যতো,
মুছে ফেলো,
যতি, চিহ্ন ।
নতুন করে,
তুলবে গড়ে,
নতুন সমাজ,
পুতঃ দেশ।
পঙ্কিলতা, 
পাপের বোঝা,
পাপী-তাপী,
করবে শেষ।
আবার বয়ে,
যায়বে চলে,
পূণ্য নেকে,
পূর্ণ করে,
সকাল বিকাল,
দিবা নিশি,
সদলবলে
মিলে মিশি।
বিপ্লবী!
উড়াও ঝান্ডা,
সম- সমতার,
সব অধিকার,
বুঝে নেবার,
কর্মভার।
যে যা পাবে,
বুঝিয়ে দিবে,
পায়ে পায়ে,
দিবে নিবে,
রেখো মনে,
শান্তিভার।
বিপ্লবী।
তোমার থেকে
বুঝে নিবে,
শান্ত বিশ্ব;
শান্তি ধারা,
শান্ত ধরা,
সকল পাওয়া,
স্পষ্ট বুঝি, 
চল্ যুঝি।

২০/০৭/২০১৯ ঈসায়ী সাল।

Comments

    Please login to post comment. Login