পোস্টস

কবিতা

বিপ্লবী  (২৪)

১৬ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

বিপ্লবী,
ক্ষুরধার লিখন,
শাণিত ভাষণ,
ক্ষীপ্র তীব্র,
চলাচল তব,
হারালো যত,
শ্বাশ্বত ছন্দ।
আজ কেনো,
পরাণে ব্যথা,
দুঃখ গাঁথা,
পাথর চোখে,
অশ্রু ঝরা,
নিরানন্দ!
বিপ্লবী, 
কোথা তোর,
বিপ্লবী দোর,
রাঙ্গা ভোর,
অগ্নিগর্ভ,
চির নতুন;
ঝরাজীর্ণ,
সব পুরাতন,
ভীত বিহ্বল,
কর্ পলায়ন,
জ্বালবে আগুন।
হারিয়ে গেলি!
হেয় হারালি,
ঘুমের নেশা,
নেশার ঘুমে,
স্বপ্ন দেখে,
দিন কাটালি;
আর কতোকাল,
হবে নাকাল,
ঘরের পরে,
সবার তরে!
এমন করে, 
হবে বলি!
হুংকারে তোর,
কাঁচের মতো,
ভেঙ্গে ফেলো,
বাধা যতো,
দল উপদল,
হও একদল।
ঝাঁপিয়ে পড়ো,
বীরের জাতি,
বিদায় করো,
আঁধার রাতি।
ছিনিয়ে আনো,
আলোর ভোর,
শান্তি সুখের, 
ঐশী দোর।

০৪/১০/২০১৯ ঈসায়ী সাল। 
মীরবাগ,
ঢাকা।