পোস্টস

কবিতা

মানবতার ধ্বজা

১৬ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

তোমার চোখে, বিষ কেনো ভাই,
নাইকি নিরাপত্তা, 
বানের মতো ভাসবে সবি,
কু-নজর লাপাত্তা।
মুসলিম তুমি, সৃষ্টি সেরা,
সবার ভারই তোমার, 
হিন্দু, মসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, 
সবাই তব, সমান।
শান্তি নিয়ে ভিন্ন চালে,
কেমন খেলা খেলে!
দেখবে সবি, জেতার খেলা,
খেলো কৌশলে।
তোমার পারা, সমাজ, দেশে,
উপজাতি,  জাতি বেশে,
মানুষ যারা আশেপাশে,
রাখো শান্তি নিরাপদে। 
অশান্তি আর ভেদ-ভেদাভেদ, 
আনবে যারা হিংসা বিদ্বেষ, 
শায়েস্তা করো,তাদের ধরো, 
শান্তি আনো, লড়াই করো।
যে বা যারা, দেশ ও জাতি,
বর্ণ, জাত ও ধর্মবাদী,
অত্যাচার আর নির্যাতনে, 
মানুষ মারার পক্ষপাতী। 
তাদের সাথে বন্ধ করো,
লেনাদেনা, চুক্তি বলো।
মানুষ তুমি, মানবতার
ধ্বজা ঊর্ধ্বে তুলো। 
ধর্ম তোমার পালন করো,
তোমার স্বাধীনতা, 
বাধ সাধিবে, বিশ্ব মাঝে,
এ কোন অধীনতা!
যে ধর্মে ভিন্ন ধর্মের,
নাইরে সম্মান, মর্যাদা, 
সে'ধর্ম বিশ্ববাসীর, 
কেমনে দিবে নিরাপত্তা!

১৯/১১/২০১৯ ঈসায়ী সাল।
সকাল ৮ টা
মীরবাগ, ঢাকা।