সূর্যাস্তের সাথে সাথে পৃথিবীতে অন্ধকার নেমে আসে। গোধূলির পরে আসে সন্ধ্যা, আর সন্ধ্যা যতই বাড়তে থাকে রাতের আগমণ ততই ত্বরান্বিত হয়। রাত মূলত প্রত্যেক মানুষের বিশ্রামের সময় বিশেষ কোন আনন্দঘন মুহূর্ত ও ভালোবাসার সময় কাটাবার জন্য রাতের জুড়ি নেই। তেমনই অনেক আশা নিয়ে উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে ছাঁদে সাদমান৷ ছাঁদের ওপর পাশে গায়ে হলুদের স্টেজ। বসে আছে সানজিদা। তার আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে লোকজন। পুরো ছাঁদ টা মরিচ বাতি দিয়ে সাজানো। ঝলমলে করছে সেই বাতির আলোয় পুরো ছাঁদ। সাদমান বারবার ঘড়ি দেখছে। রজনী কেনো আসছে না? সন্ধ্যার পর এক বারের জন্য ও তাকে দেখতে পারে নি সাদমান। শাফায়াত সাদমান কে ছাঁদের উল্টোপাশে একা দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলে-
-“ একা একা দাঁড়িয়ে আছিস কেনো?
সাদমান পাশে ফিরলো। শাফায়াত কে দেখে বিরস মুখে বলল-
-“ একটু পর