পোস্টস

কবিতা

সত্যের দাওয়াত

১৬ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

কোন ধর্মের অনুসারী, 
জীবন পথের পথচারী,
জানতে চাইনা আজি,
সত্যে, জীবন রেখো বাজি।
ধর্ম সেতো তোমার আমার,
খোদার সেরা দান,
ধর্ম পালনে খোঁজবে সবার,
শান্তি ও কল্যাণ।
ধর্ম হলো বিধি বিধান,
স্রষ্টা মেহেরবান। 
সুখে রবে সৃষ্টি জীবন,
পাঠালো ফরমান।
চলো ধর্মখানি জানি,
নিয়ম-নীতি মানি,
কষ্টি পাথরে যাচায় করি,
সত্য-ন্যায়ের পথ ধরি।
দেশ, জাতি ও ধর্ম সেতো,
জীবনের উপাদান, 
অন্ধ হলে অপূর্ণ জীবন,
সব হবে খান খান।
মত, অমতে, মতামতে,
মিল নাও হতে পারে,
সত্যের পরিচয়, সত্যবোধে, 
তুলে ধরো হিকমতে।
সুখে থাকো মিলে মিশে,
সবাই সবার দিও দিশে,
বীরের ত্যাজে দেশে দেশে,
সত্য জয়ী হবে শেষে।
কারন বিনে চড়াও হলে,
কারা রবে জালিম দলে?
নির্যাতিতের পাশে চলে,
ঐশী ডাকে সদলবলে।
কে দিয়েছে, কী পেয়েছো,
একটু খানি ভাবো,
সত্য মিথ্যা যাচায় করো,
সেরা বিধান নেবো।
হানাহানি,  খুনাখুনি,
মারামারি, রাহাজানি,
সকল বিনাশ টানি,
মিথ্যা বিধান মানি!
খোঁজে তুমি পাবে কবে,
চরম পরম সত্যে রবে,
সত্য দাওয়াত পৌঁছে সবে!
সফল সুখী হবে।

০২/০৯/২০২০ ঈসায়ী সাল
ঢাকা, বাংলাদেশ।