Posts

কবিতা

স্বভাব কবি

June 16, 2024

ARIFUL ISLAM BHUIYAN

79
View

[প্রিয় কবি ভাগিনা আব্দুল্লাহ ইবনে সিদ্দিক এর জন্য উপহার]

বিরহের কবি কভু মনে রাখে সান্ত্বনা, 
প্রেম আর ছন্দে সাজানো জানানা,
প্রকৃতির উঁকিঝুঁকি, কবিতা ও ছন্দে,
পাঠকে নেচে যায় সুখ আর আনন্দে।

তৃপ্ত কবিমন, লেখালেখি স্বভাবে,
স্বর্গীয় সব সুখ দু'হাতে বিলাবে।
কবিতার পুষ্প ফোটবে নিশিদিন, 
ভ্রমরের গুঞ্জনে বাজবে সুখ-বীন।

সেরাদের সেরা হও ভাবে ও ছন্দে,
অপরুপ পুষ্প, ভরে রাখো গন্ধে।
জীবনের আয়োজন, প্রয়োজন যতটুকু,
রেখে দাও সকলে, হৃদয়ের সবটুকু।

১৬/০৯/২০২০
ঢাকা, 
বাংলাদেশ।

Comments

    Please login to post comment. Login