পোস্টস

কবিতা

হও সেরাদের সেরা

১৬ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)


তোমার গুণের সকল কথা,
ভাবি সদা আমি, 
ভুলগুলো সব ভুলে গেলে, 
তুমি অনেক দামী। 
ভালো কাজে, সকাল সাঝে,
থেকো সদা ভাই,
ভুলের কালি, সবার মাঝে, 
সবাই দেখতে পায়।
ভুল গুলোরে ধুঁয়ে মুছে,
হও সেরাদের সেরা,
গুণের কদর করবে গুণী,
সফল হবে ফেরা।
নিন্দুকেরা নিন্দা করে,
খুঁজে ফিরে ত্রুটি,
গুণীজনের গুণের কদর,
দেখবে শত কোটি ।
হাজার কাজে, দিবস রাতে,
ভুল হবে তো ভুলে,
তাই বলে কী থেমে রবে!
এঁদো ডুবার জলে।
স্বচ্ছ জলের ঝর্ণা ধারা,
গতি নিয়ে ছুটে,
ছন্দে চলে নিজের পথে,
সকল বাধা টুঁটে।

আরিফ শামছ্
২০/০৬/২০২০ ঈসায়ী সাল
মীরবাগ, হাতিরঝিল, 
ঢাকা।