Posts

কবিতা

সঠিক পথে

June 16, 2024

ARIFUL ISLAM BHUIYAN

স্রষ্টা নহে তুমি কভু ,
সৃষ্টি তুমি প্রভুর। 
সেই সুবাদে সৃষ্টি শুধু,
অহং রাখো দূর।
চলনা ভাই, আর যতো বোন,
সঠিক পথে চলি,
সুখের সমাজ, দেশ ও জাতি, 
গড়ার কথা বলি।
কথা, কাজে, আচরণে,
পায়না কেহ কষ্ট,
বাধা হয়ে রয়না যেনো,
জীবন করে নষ্ট।
ধর্ম-কর্ম সব পালনে,
থাকবো সঠিক পথে।
সঠিক পথের, সঠিক দিশে,
জানবো সঠিক মতে।
ভুল করে, ভুল পথে,
হারায় অতল-তলে,
কে তুলিবে, সঠিক পথে,
নিজেই থাকি ভুলে!
তাই বলি কী, যুক্তি দিয়ে,
ভক্তি, মনের স্বাক্ষ্য নিয়ে,
সব জীবনের শিক্ষা হতে,
চলবো সঠিক পথে।
স্রষ্টা কবে, কেমন করে, 
চায় কীযে, কিসের তরে,
চাওয়া-পাওয়া, দ্বন্দ্ব- ভীঁড়ে ,
লাভ-ক্ষতি কে হরে।
সঠিক পথে, শান্তি মিলে,
স্রষ্টা স্বয়ং রাজি, 
শান্তিকামী সবার ঘরে, 
শান্তি রাশি রাশি।

২৬/১১/২০১৯ ঈসায়ী সাল।
সন্ধ্যা-০৭ টা,
৩৬, ডেল্টা ডালিয়া টাওয়ার, 
কামাল আতাতুর্ক এভিনিও,
বনানী, ঢাকা।

Comments

    Please login to post comment. Login