করোনায় স্তব্ধ,
গতিশীল চাকা সব,
কেউ কেউ ক্ষুব্ধ,
জমছে চাঁপা ক্ষোভ।
নানা পেশার লোকজন,
নিজ নিজ কর্ম,
ঘরে বসে করে যায়,
যার যার ধর্ম।
ঘরে থাকা নিরাপদ,
জানি সকলে,
ভালো রবো, রাখবো,
আইন মেনে চলে।
করোনার দাপাদাপি,
সবখানে চলছে,
রাস্তা ফাঁকা সব,
তবু মানুষ ছুটছে ।
কেউ ছুটে বাঁচতে,
কেউবা বাঁচাতে।
দিবানিশি ছুটাছুটি,
প্রাণপণে চলতে।
সেবা নিয়ে কেউ ছুটে,
কেউ নিয়ে ঔষধ,
ডাক্তার সা'ব ছুটে,
করণীয় নিয়ে সব।
অর্থ, সেবা, নিয়ে,
ছুটছে সেনানী,
রুগীবাহী বাহনে,
ছুটছে রুগিনী।
যার যার জায়গায়,
অবদান রেখে যায়,
সবে মিলে সহসাই,
করোনা-কে উৎরাই।
জাতি জাতি মিলে আজ,
হয় সবে সাবধান,
দোয়া করি, দোয়া চায়,
করোনার অবসান।
২৪/০৫/২০২০ ঈসায়ী সাল।
মীরবাগ,
মগবাজার,
ঢাকা।