পোস্টস

কবিতা

কাঁদে শাহ্- এ –মদীনা

১৬ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

কান্দেরে পরাণ আমার,
কান্দেরে পরাণ।
কোথায় আছো, আমার আপন,
মোমিন মুসলমান।
যায়রে ছুটে, পরাণ আমার,
মরু সাহারায়।
শুইয়ে আছেন মহানবী (সাঃ),
সোনার মদীনায়।
দুঃখ জ্বালা, অশ্রু ধারা,
বাস্তুহারা উম্মতেরা,
ব্যাথার নরক যন্ত্রণা,
কাঁদে শাহ্- এ -মদীনা।
তোমরা জাতি ভাই ও বোন,
কতো হাসি খুশি,
আমরা কাতর ক্ষুধার জ্বালায়,
ঝুলে জুলুম রশি।
বুলেট ব্যোমা, নিথর করে,
মোদের তাজা প্রাণ,
কোথায় আমার, হৃদিসম,
মোমিন মুসলমান!
ভাইয়ের কথা, বোনের ব্যাথা,
বাজে নারে অন্তরে?
কীসের ঈমান, ভিত্তি তোমার,
কীযে তোমার মন্ত্ররে!
সিরিয়ান বোন কাঁদে তোর,
ফিলিস্তিনের মা কাঁদে,
আরাকানে ভাই কাঁদে তার,
নিঠুর মরণ ফাঁদে।
কাশ্মীরে নরক জ্বালায়,
কোন জালিমের পক্ষরে,
লিবিয়াতে জ্বলছে আগুন,
ধরবি কোন্ পক্ষরে।
জ্বলছে ইরাক, ইয়েমেন,
রোষানলের নরকে,
মুসলিম জাহান, নীরব দর্শক,
খালিদ, ওমর কোথা'রে।
আয়রে ওমর, খালিদ, তারিক,
মুসা, সালাহউদ্দিন,
জালিম, জুলুম শেষে করো,
দ্বীনের ধ্বজা উড্ডীন।
কান্দেরে পরাণ সদা,
করে আনচান।
কোথায় আছো, বীর মুজাহিদ,
গাজী মুসলমান।।

২০-অক্টোবর-২০২১ ঈসায়ী সাল।
মীরবাগ, হাতিরঝিল,
ঢাকা।