আদরের দুলালদের জীবন ছন্নছাড়া ও উশৃংখল টাইপের হয়। অতি মায়ায় তারা ভুল পথে পরিচালিত হয় বেশি। লেখাপড়ার প্রতি অমনোযোগী হয় তারচেয়েও বেশি। সর্বক্ষণ তাদের ভিতর এক আত্মগরিমায় কাজ করে। যেকোনো কিছুর বিনিময়ে তারা তাদের কাঙ্খিত বস্তুটি পেতে চায়। বেহুদা জিনিসের প্রতি তারা তাদের জীবনের মূল্যবান সময়টুকু ব্যয় করে দেয়।