ঐক্য চায়, জনে জনে,
প্রতিদিনে, ক্ষণে ক্ষণে,
কথা, কাজে, আচরণে,
চিন্তাধারা, ধ্যানে-মনে।
ঘরে,গোরে, দ্বারে, সারে,
সন্ধ্যা, সাঁঝে, আলো, আঁধারে,
হাসি, কান্না, সুখে, দুঃখে,
সুদিন, কুদিন, জীবন জুড়ে।
ঐক্য হবে, হতেই হবে!
আর কতোকাল, এমনি রবে?
একে একে, শিকার হয়ে,
দিক্বিদিকে, যাবে সয়ে !
পথে, ঘাটে, বাজার, হাটে,
ঈমান, আমল, ধর্মালয়ে,
আমীর ফকির, আলেম ফকীহ,
আম-জনতার সকল রায়ে।
ঐক্য চায়, বিশ্ব জুড়ে,
দেহ মনে, সবাই মিলে,
জুলুম, জালিম বিদায় নিবে,
এই পৃথিবী, স্বর্গ হবে।
ভিন্ন ভাষা, ভিন্ন মতে,
সন্দেহ নয় বিশ্বাসে,
শিশেঢালা ঐক্য প্রাচীর,
গড়বো সবে, আশ্বাসে।
সবার ভালো, মন মগজে,
সফলতার সুফল নিতে,
ঐক্য মতে, ঐক্য পথে,
শহীদ, গাজী, জীবন রথে।
জেগে ওঠো, বীরের জাতি,
জ্বালাও আবার হেরার জ্যোতি,
লক্ষ কোটি প্রাণের দ্যোতি,
জালিম, জুলুম, টানবে ইতি।
২০-অক্টোবর-২০২১ ঈসায়ী সাল
মীরবাগ, হাতিরঝিল,
ঢাকা।