Posts

গল্প

গল্প বড় স্যারের খায়েশ

June 17, 2024

জালাল উদ্দিন লস্কর

Original Author জালাল উদ্দিন লস্কর

189
View

 বড় স্যারের খায়েশ-

জালাল উদ্দিন লস্কর

রেজাল্ট প্রকাশের পরদিন মানিকতলা  হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছালামত আলীকে ফোন দিলেন পরিচিত সাংবাদিক রহিমুদ্দিন--

: হ্যালো...
: স্যার আসসালামুআলাইকুম।

:ওয়ালাইকুমুস সালাম।কেমন আছেন?

:জ্বী,ভালো আছি স্যার।তো আপনাদের প্রতিষ্টান থেকে এইচ.এস.সি-তে  এবার কয়জন পাশ করলো স্যার?

: সবাই পাশ করেছে আলহামদুলিল্লাহ।সবাই(হাসি)

:সবাই পাশ করেছে ভালো খবর।জানতে চাইছলাম মোট কতজন পাশ করেছে?অর্থাৎ কতজন পরীক্ষার্থী ছিল?

:ওই যে বললাম সবাই।

: আপনি তাহলে  স্যার ঠিক জানেন না কতজন পরীক্ষা দিয়েছিল এবার?

: না মানে ইয়ে..আপনি এক কাজ করেন..।

:কি কাজ স্যার?

: আপনি অমুক মাস্টারকে(একজন শিক্ষকের নাম উল্লেখ করে) ফোন দেন।উনি জানেন হয়তো।

: আপনি তাহলে জানেন না বা এই মুহুর্তে সঠিক সংখ্যাটা বলতে পারছেন না স্যার তাই তো!

: দেন না অমুককে একটা ফোন দেন না।

(বড় স্যারের কথা মতো অমুক স্যারের দুইটা নম্বরে ফোন দিয়ে দুইটাই বন্ধ পাওয়া যায়।তখন মনে পড়লো পরিচিত অন্য একজন স্যারের কথা যার নাম আমরা এখানে ধরে নিচ্ছি সলিমুদ্দিন স্যার।তাকে ফোন দেন রহিমুদ্দিন)

:হ্যালো,স্লামালিকুম রহিমুদ্দিন ভাই।কেমন আছেন?

:ভালো আছি।আপনি কেমন আছেন?আপনাদের রেজাল্ট কেমন হলো?

: খুব ভালো রেজাল্ট।সবাই পাশ।শতভাগ পাশ। বলতে পারেন এই প্রথম শতভাগ পাশ করলো এখান থেকে।
তবে এ+ পায় নাই কেউ।

: এ+ পায় নাই বলে মন খারাপ করবেন না স্যার।সামনের বছর না হয় তার পরের বছর পাবে।তাতে কি!
এর আগেও তো কেউ কখনো এ+ পায় নাই।
:না মানে ইয়ে এইবার তো অটোপাশ দিছে।তাই ধরে নিছিলাম এ+ আসতেও পারে এখানে।তাহলে একটা চমক তৈরী হতো ভাই।

:মোট কতজন পাশ করেছে জানেন?

:এখন তো মারছেন ভাই।সব পাশ করেছে।

:মোট কয়জন সেটা জানতে চাইছি।
:আপনে আমারে আধা মিনিট সময় দেন ভাই।আমি দেখতাছি।

ফোন লাইনে শোনা যাচ্ছিল--সলিমুদ্দিন স্যার অফিস সহকারী কলিমুদ্দিনকে ডাকছে:কলিমুদ্দিন ও কলিমুদ্দিন।আমাদের এখান থেকে এবার কতজন পরীক্ষা দিয়েছিল?
কলিমুদ্দিনঃ ২০ জন স্যার।সবাই পাশ করেছে স্যার।

:হ্যাঁ রহিমুদ্দিন ভাই ২০ জন।

:ধন্যবাদ।

:আসেন একদিন।মিষ্টি খাওয়ার দাওয়াত রইলো ভাই।
ও হ্যাঁ,আজ একটু আগেও হেড স্যার সবাইকে ডেকে বলেছেন শতভাগ পাশের ব্যাপারটা একটু উদযাপন করা দরকার।কমিটির লোকজন গণ্যমান্য দুইচারজন আর প্রেসের কয়েকজনকে দাওয়াত করে এনে মিষ্টিমুখ করাতে চান হেডস্যার।তখন পেপার-পত্রিকাতেও কাভারেজ পাওয়া যাবে।

:অবশ্যই আসব।জানাতে ভুলবেন না যেন।রাখি।

Comments

    Please login to post comment. Login