পোস্টস

কবিতা

আব্বা

১৭ জুন ২০২৪

মো:আবুল কালাম আজাদ

আব্বা 
মোঃ আবুল কালাম আজাদ ।
বেড়ে ওঠা কিশোর বলার দূরন্ত পনা
হাজারো স্মৃতির ভিড়ে হাসিমাখা মুখ টা 
অজস্র দিনে ডাকি না আব্বা নাম ধরে ?
কেঁপে ওঠে থর থর আমারি বুকটা ।
অকৃত্রিম স্নেহের বন্ধনে বূলানো হাত
কল্পনায় কত রজনী করেছি পাড় ,
কত রাতে নিরবে নি:শব্দে মিথ্যার ভিড়ে
তোমারি একটা সত্যের বাণী শুনতে
সময়ের বাস্তবতায় দাড়িয়ে হে আব্বা ?
বুলিয়ে দিতে হাত অপেক্ষা বার বার ।
ছূটে চলার পথে মনে চায় পাশে
অগনিত মানুষের ভিড়ে হাত দুটো ধরে ,
স্নেহের বাঁধনে জূড়িয়ে মোর প্রাণে
অফুরান ভালবাসা ঢেলে বলবে এসে
অনড়,অবিচল পাড়ি দিবে কঠিন পথ
ভয় নেই পাশে আছি এগিয়ে চল ।
সমগ্র পৃথিবী জুড়ে মমতা জড়ানো
স্নেহের বন্ধনে ভালবাসা যেন মিছে ।
জীবনের পরিধির প্রতিটি পরতে পরতে ,
অংশ জূড়ে আছ মিশে হৃদয় জুড়ে।


আংগুল ধরে ঘুড়ে বেড়ানো কেবলই স্মৃতি,
অস্তিত্বে মোর ভালোবাসা নি:শ্বাসে প্রাণে
কেটেছে কত কৈশর বেলা ।
বট বৃক্ষের ছায়ার পরিধি ছাড়িয়ে
নিরবে ভালবাসা করেছ দান ।
স্মৃতি গুলো জোৎস্না ভরা আলোতে
জল জল ভেসে বেড়ায় তারার মেলায় ।
সকালে শিশির ভেজানো আমার গাঁয়ে
হারিয়ে খুঁজি হেমন্তের খোলা প্রান্তরে ?
আজি ৯ই ডিসেম্বর কেটেছে অনেক বছর
শ্রদ্বা ,ভালবাসা, শুভ কামনা হে আব্বা ?