Posts

ভ্রমণ

ভ্রমন ৯

June 17, 2024

মাসুদ হোসেন

Original Author মাসুদ হোসেন

শিলাইদাহ ভ্রমণ:- আসসালামু আলাইকুম ভাই বোনেরা। নিশ্চয় সবাই ভালো আছেন। শিলাইদাহ কুষ্টিয়ায় অবস্থিত। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি রয়েছে। এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর এখানকার জমিদারি দেখাশোনা করতেন। এবং বিভিন্ন কবিতা রচনা করতেন। কুঠিবাড়িটি প্রায় দুইতলা বিশিষ্ট বাড়িটির ডানে ও বামে রয়েছে ফুলের বাগান। বাড়ির পাশেই রয়েছে একটি পুরোনো কুয়া। রয়েছে একটি লম্বা পুকুর। বাড়ির ভিতর দেখতে পারবেন রবীন্দ্রনাথের ব্যবহৃত নানা রকম জিনিসপত্র যেমন:- চেয়ার, খাট, নৌকা[তিনি মাঝে মাঝে নিকটস্থ নদীতে করে ভ্রমণ এবং আসা যাওয়া করতেন।] টেবিল, পানি খাওয়ার পাত্র, ঘাস কাটা মেশিন ইত্যাদি। পুরো বাড়িটি ও বাগানটি প্রাচির দ্বারা আবদ্ধ । কারও যদি ঘোড়ায় চড়ার শখ থাকে তাহলে এখানে আসলে সেটা পূরণ হতে পারে। তাছাড়া রয়েছে রেস্টরুম। এবং নানা দ্রব্য সামগ্রীর দোকান। প্রবেশমূল্য:- দেশি মানুষ ও পর্যটকের জন্য ২০ টাকা। এবং বিদেশিদের জন্য ২০০ টাকা । যেভাবে যাবেন:- ঢাকা থেকে কুষ্টিয়াগামি কোন বাসে আসলেই হবে। বাস থেকে নেমে যেকোন অটো করেই যাওয়া যাবে। কিন্তু অনেক অটো যেতে চায় না এক্ষেত্রে তারা আপনাকে ছেউরিয়ায় অর্থাৎ লালন শাহ এর মাজারে নিয়ে যাবে । এরপর যেকোন অটো করেই চলে যাওয়া যাবে শিলাইদাহ।

Comments

    Please login to post comment. Login