পোস্টস

কবিতা

সবার প্রিয়

১৭ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

সবার প্রিয় হতে সবাই,
চায়রে মনে প্রাণে,
কেউবা সফল কেউবা বিফল,
নিজের কারণে।
কথা কাজে, লেনাদেনায়,
আচার আচরণে,
সবাই খুশি, বেজায় ভারী,
নেয়যে কাছে টেনে। 
বলতে পারো সবার প্রিয়,
কেমন করে হবো,
সবার মনে, রয় সততঃ,
মন মুকুরে রবো।
বলতে পারো, কথা কাজে,
চলন বলনে,
ব্যথা পেলো, বলতে পারে,
নাইতো কোন জনে।
আমার মনে রাখবো সদা,
সবার মনের খবর,
দুঃখ সুখে পাশে থাকা,
থাকবো আরো সবর।
কেবা কোথায়, কেমন আছে,
ছোট বড় সবে,
খবর নিতে নেই ফুরসত,
তবু খবর রবে।

২৮/০৮/২০২০