Posts

কবিতা

নেটিজেন

June 17, 2024

ARIFUL ISLAM BHUIYAN

101
View

নেটিজেন, সিটিজেন 
সবাই ভালো জেনো,
রুরাল আরবান ম্যান সকলে,
নিয়ম নীতি মেনো।
নেটে যাদের বসবাস,
নেটেই সকল প্রকাশ,
সকাল দুপুর সন্ধ্যা গড়ায়,
দুঃখ সুখের আবাস।
ফেইসবুক, ইউটিউব, 
স্যোসাল মিডিয়ায়,
ভালো খারাপ কতো কিছু, 
ভাইরাল হয়ে যায়। 
তোমার ক্ষতি নিজেই করো,
কার কী আসে যায়?
জীবন হতে অনেক কিছু, 
হারিয়ে যাবে ভাই!
ভুলে কারো ক্ষতি করার,
নেইতো অধিকার। 
সবার তরে নই উপকার,
কেনো অপকার?
হাসে কাঁদে, মরণ ফাঁদে,
সুখে দুঃখে, জীবন নদে,
শান্তি শাস্তি, হবেই হবে,
আঁড়ালে যদি রও, রবে।
করবো সবে ভালো হবে,
উপকারীর উপকার,
কৃতজ্ঞতা স্বীকার করে,
দেবো সেরা উপহার। 
কথা, কাজে, চাল, চলনে,
লেখালেখি, ছবি ধারণে,
ভিডিও আর ফটোশপে, 
মানবো নীতি প্রতি জনে।

০৫/০৯/২০২০ ঈসায়ী সাল

Comments

    Please login to post comment. Login