আমি কেমন
আমি একটা সম্পর্ক ঠিক ততটা আঁকড়ে ধরতে চাই
যতটা বানে ভাসা মানুষ খড়কুটো ধরতে বাঁচতে চায়।
আমি সবাইকে ততটা আগলে রাখতে চাই
যতটা আগলে রাখে মা তার বাচ্চা শিশুকে।
আমি ঠুনকো ভুলেও মাফ চাই,
হাজার রাগেও শান্তি পাই,
শত অভিমানেও হাসিমুখে
সবাইকে খুশি রাখার চেষ্টা চালাই।
আমি নির্লজ্জ হয়ে ফিরে যাই,
আমি ব্যস্ততার মাঝেও সময় পাই,
আমি ঘুম ঘোর চোখে আবদার মিটাই,
আমি কাক ডাকা ভোরে ঘড়ি হয়ে যাই।
আমি নিজেকে ভুলে তাদের খুঁজে যাই,
যাদের কাছে আমার অস্তিত্বও নাই,
আমি আমার সবটুকু দিয়েও
দিনশেষে নিঃসঙ্গ হয়ে ঘুরে বেড়াই।