পোস্টস

কবিতা

প্রিয় তোমায়

১৭ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

ভালোবাসার সবটুকু রেখে গেলাম
তোমার তরে,
পূর্ণ হিয়া মজেছে যে, প্রেম সাগরের
অতল তলে,
তৃষা তৃষা মরুতৃষা, মরুভূমির
চারণভূমে,
একটু সুখের পরশ লাগি,
হারায় মরন ঘুমে।
তোমার প্রেমে পাগল-পারা, 
হয়যে কেবল দিশেহারা, 
ভালো করে পথের ধারা, 
ধরতে বেলা সারা।
ভোরের পাখি মধুর সুরে,
তোমার কথা যায় স্মরে,
পূবাকাশে রোদের মেলা,
অভিমানী মেঘের ভেলা। 
নিরাক পড়া ভর দুপুরে, 
মানব বিহীন বিজনভূমে,
সবুজ পাতার আঁড়াল থেকে, 
মধুর সুরে কোকিল ডাকে।
খুঁজছে রবে, ভাবছে কবে,
প্রিয় তোমায় দেখবে সবে,
তোমায় পেলে ধন্য হবে,
জীবন মরণ সফল ভবে।

১৩-সেপ্টেম্বর-২০২০ ঈসায়ী সাল।
হাতিরঝিল,
ঢাকা।