বপ্লিবী!
দশে ও জাত,ি
দবিস রাত,ি
কোন্ মোহ,ে
দুঃখ সহ!ে
জড় নহ,ে
অলস দহে,ে
পাথর চোখ,ে
থাকছে চয়ে।ে
কী লাভ এসব দখে!ে
নইে প্রতবিাদ,
শাসন বচিার,
অপরাধী পগারপার;
উদুর পন্ডিি বুদুর ঘাঁড়,ে
নইে অপরাধ,
জলে হাজত,ে
শশিু, কশিোর, জোয়ান মার।ে
বপ্লিবী!
আর কতোকাল,
হবে নাকাল,
দখেবে বহোল,
পছিে দয়োল;
হম্মিতে হাল,
উড়ছে পাল,
জাগছে মশাল,
আল্ হলোল।
বপ্লিবী!
এবার তোদরে পালা,
অত্যাচারী জালমি পুঁড়,ে
ধ্বংস এন,ে ভস্ম কর,ে
সুখরে প্রদীপ জ্বালা।
সাম্যবাদে দশে ও জাত,ি
ন্যায় প্রহরী দবিস রাত,ি
শান্তি সুখরে জ্বালবে বাত,ি
সবাই সুখী পর জ্ঞাত।ি
ভদে অভদে যাও ভুলে যাও,
শান্তি সুখে ভাগ করে নাও,
সবাই সবার সব বলোকাল,
পাশে রখেো, রও চরিকাল।
১৪-সপ্টেম্বের-২০২০ ঈসায়ী সাল।
মধুবাগ,
ঢাকা।
This is a premium post.