পোস্টস

কবিতা

বর্ষাকাল

১৮ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

জল থৈ থৈ, নদী নালা,
চারিপাশ টইটুম্বুর, 
ঘোলাজলের পাগলামিতে, 
দাম বাড়ে ব্যাম্বুর।
পাড়ায় পাড়ায় সাঁকোর মেলা,
বাজে হরেক বাঁশি,
গল্প জমে পথের ধারে,
হৈ রৈ হাসাহাসি। 
নীরব নিথর ভর দুপুরে,
অলস ঘুমে চুপ,
কেউ ছোটে ভাই খালে বিলে,
দেখে বর্ষা-রুপ।
দূর সুদূরে পাল তোলা নাও,
জলে ভাসা সবুজ কালো গাঁও।
সাদা বকের সারি উড়ে, 
অতি কাছে অনেক দূরে,
নীল আকশের গায়;
ফর্সা পানির স্বচ্ছ রুপে, 
ডুবের লোভে পাড়ার সবে,
গোসল দিব ভাই।
 

১৫/০৭/২০২০