Posts

কবিতা

সৃষ্টি দেখে চলি (Premium)

June 18, 2024

ARIFUL ISLAM BHUIYAN

আজো বৃষ্টি ঝড়ে অঝোর ধারায়,
মাঠে ফসল ফলে ,
পূব গগণে আলোর ভোর,ে
সকাল অরুপ রুপ।ে
ভর দুপুরে নানা পাখ,ি
কুজন রবে ডাক,ে
গাছে গাছে পাতার ফাঁক,ে
খুঁজে ফরিে কাক!ে
স্বস্তি ফরি,ে নরম রোদ,ে
বকিলে যখন নাম,ে
দনিরে বদিায়, দখেছে সবাই,
আলো আঁধার খলে।ে
রাতরে আকাশ, নজিরে বুক,ে
সাজায় তারার মলো,
হাজার তারার ভীড়ে দখে,ে
চাঁদরে আলোর খলো।
বরিাম নয়িে ডাকছে পাখ,ি
হাঁকছে প্রাণী রাত,ে
কউে ঘুমোল, কউে ভাবলি,
জাগছে প্রতি প্রাত।ে
তোমার কথা, বলবো কোথায়,
কমেন করে বল,ি
আল্লাহ তুমি কতো মহান!
সৃষ্টি দখেে চল।ি

আরফি শামছ্
১৯/০৬/২০২০ ঈসায়ী সাল
মীরবাগ, হাতরিঝলি,
ঢাকা।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login