গর্বে তোমার গর্বিত আজ,
সকল জনগন,
ঘুমিয়ে আছো কবর গেহে,
ছেড়ে আপনজন।
দেশের তরে বীরের মতো,
লড়াই করে গেলে,
জীবন দিয়ে, স্বাধীনতা,
মুঠোয় এনে দিলে।
চাচা আমার শহীদ হলে,
দেশ জনতার মুক্তিতে,
চাচার সাথে মুক্তিসেনা,
লড়লো সবে এক সাথে।
বীরের জাতি, বীরের জ্ঞাতি,
দেখো আজি সারি সারি,
তোমার মতো দেশের তরে,
লড়তে সবাই পারি।
দাদী আমার আজো খুঁজে,
তাঁহার নয়ন মনি,
সান্ত্বনা পায়, মনের মাঝে,
শহীদ জননী।
ভাইহারা সব ভাই খু্ঁজে যায়,
ভাইয়ের ভীঁড়ে হায়!
একটিবারে আসতো ফিরে,
মোদের দাদা ভাই।
তোমার মুখে শুনতে পেতাম,
লড়াই করার ধৈর্য্য,
কেমন করে আনলে কেঁড়ে,
স্বাধীনতার সূর্য।
খুঁজে ফিরি চাচা তোমায়,
শোনব সবার গল্প,
মুক্তিসেনার যুদ্ধ করার,
যুদ্ধ জয়ের গল্প।
স্বাধীন দেশে স্বাধীন বেশে,
বাস করি আজ সুখে,
চাচা তুমি সুখে থেকো,
জান্নাতুল ফেরদৌসে।
তোমরা সবে শহীদ হলে,
দেশের তরে সব হারালে,
দোয়া করি সবে মিলে,
থাকো জান্নাতে।
মহান মুক্তিযুদ্ধে নির্ভিকচিত্তে, জীবনের বিনিময়ে, অর্জিত স্বাধীনতার নায়ক আমাদের শ্রদ্ধেয় বড় চাচা শহীদ হারুনুর রশিদ ভূঁইয়া সহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি
লাখো সালাম ও শ্রদ্ধাঞ্জলীঃ
আরিফ শামছ্
১৭/১২/২০২১
শাহজালাল (রাহঃ) আন্তর্জাতিক বিমানবন্ধর,
ঢাকা।