পোস্টস

কবিতা

তুমি যে সবার (প্রিমিয়াম)

১৮ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

তুমি তো নও তোমার ওগো,
তুমি যে সবার!
সৃষ্টি তুমি প্রয়ি খোদার,
অনকে ভালোবাসার।
র্ব্যথ কভু ভালোবাসত,ে
তোমার নজিকে,ে
স্রষ্টা সদা ভালোবাস,ে
নখিাঁদ তোমাক।ে
ভুল করে যাও,
ভুলরে ভুল,ে
কতকছিু যাও হারয়ি,ে
নঃিস্ব ধরাতল।ে
মুখ ফরিযি়ে নবিে সব,ে
কটু কথা মন্দ বল,ে
অসহনীয় কষ্ট দবি,ে
রহম রয়না দলি!ে
সবার চয়েে আপন হয়,ে
সদা তোমার পাশে পাব,ে
দুঃখ-সুখে সব সময়,ে
আল্লাহ মহান রব।ে
ভুলরে তরে ক্ষমার ঢাল,ি
জীবন পথে আশার বাণী,
নূতন করে চলতে পথ,ে
জীবন চাকা বজিয় রথ।ে
সব হতাশা, অলস আবগে,
নরিাশ মনরে গুচ্ছ ক্লশে,
ঝঁেড়ে ফলে;ে নূতন আশ,ে
চলো বীররে বশে।ে
১১-১১-২০২০
তব্বিত, ঢাকা।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।