তুমি তো নও তোমার ওগো,
তুমি যে সবার!
সৃষ্টি তুমি প্রিয় খোদার,
অনেক ভালোবাসার।
ব্যর্থ কভু ভালোবাসতে,
তোমার নিজেকে,
স্রষ্টা সদা ভালোবাসে,
নিখাঁদ তোমাকে।
ভুল করে যাও,
ভুলের ভুলে,
কতকিছু যাও হারিয়ে,
নিঃস্ব ধরাতলে।
মুখ ফিরিয়ে নিবে সবে,
কটু কথা মন্দ বলে,
অসহনীয় কষ্ট দিবে,
রহম রয়না দিলে!
সবার চেয়ে আপন হয়ে,
সদা তোমার পাশে পাবে,
দুঃখ-সুখে সব সময়ে,
আল্লাহ মহান রবে।
ভুলের তরে ক্ষমার ঢালি,
জীবন পথে আশার বাণী,
নূতন করে চলতে পথে,
জীবন চাকা বিজয় রথে।
সব হতাশা, অলস আবেগ,
নিরাশ মনের গুচ্ছ ক্লেশ,
ঝেঁড়ে ফেলে; নূতন আশে,
চলো বীরের বেশে।
তিব্বত, ঢাকা।