Posts

পোস্ট

অডিও ও ভিডিও কলের মান উন্নত করতে এমলো প্রযুক্তি যুক্ত করছে হোয়াটসঅ্যাপ

June 18, 2024

Nurul Mostak

তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের পাশাপাশি অডিও-ভিডিও কল করা যায় হোয়াটসঅ্যাপে। তাই অনেকেই ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে হোয়াটসঅ্যাপে একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে অডিও বা ভিডিও কল করেন। অনলাইন বৈঠকও করেন কেউ কেউ। তাই এবার নিজেদের অডিও ও ভিডিও কলের মান উন্নত করতে মেটা লো বিটরেট বা এমলো প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

এমলো প্রযুক্তির মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলের মান বর্তমানের তুলনায় দ্বিগুণ উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, এমলো প্রযুক্তি কলের মান দ্বিগুণ উন্নত করবে। এর আগে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার কলেও এমলো প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

নতুন এ সুবিধার পাশাপাশি হোয়াটসঅ্যাপে কল চলাকালে স্ক্রিন শেয়ারের সময় অডিওও শেয়ার করা যাবে। পাশাপাশি স্পিকার স্পটলাইট সুবিধাও মিলবে। এর আগে গত বছরের আগস্টে ভিডিও কলে স্ক্রিন শেয়ার সুবিধা যুক্ত করে হোয়াটসঅ্যাপ। এখন স্ক্রিন শেয়ারে যন্ত্রের অডিও শেয়ার করা যাবে। স্পিকার স্পটলাইট সুবিধায় অডিও ও ভিডিও কলে যিনি কথা বলবেন, স্বয়ংক্রিয়ভাবে তাঁকে হাইলাইট করা হবে এবং পর্দায় তাঁকে সবার ওপরে দেখানো হবে। 

সুত্র

Comments

    Please login to post comment. Login