কোরআনের আহবান!
লিংকন
আঁধার কেটে আসবে আলো!
আসবে আঁধার কেটে!
অন্ধকার সব পালিয়ে যাবে!
আলোর দেখা পেয়ে !
ক্ষণিকের এই আঁধার দেখে,
ভয় পেয়েও না যেনো!
ঈমানটাকে জাগ্রত করে,
আলোর পথে চলো!
এই আঁধার নয়তো জানি,
স্থায়িরুপে আসে!
সুবেহ সাদিক আসছে দেখো
পুব আকাশের কোলে!
ওরে তরুন!
ওরে যুবক!
ওরে মুসলমান!
ঈমানের আলো ডাকছে তোমায়,
শুনো কোরআনের আহব্বান!
This is a premium post.